ফরিদপুর-৪ নির্বাচনী আসন পুনর্বহালের দাবিতে মতবিনিময় সভা

সাবেক ফরিদপুর-৪ (সদরপুর- চরভদ্রাসন) নির্বাচনী আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন সদরপুর ও চরভদ্রাসন উপজেলাবাসী। দুই উপজেলার সম্মিলিত উদ্যোগে ‘সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসন ফরিদপুর-৪ পুনরুদ্ধার কমিটি’র ব্যানারে শনিবার (১৮ জানুয়ারি) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্রাব) এ নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা তুলে ধরেন, ৭০ এর নির্বাচন থেকে ফরিদপুর-৪ নির্বাচনী আসনটি ছিল সদরপুর-চরভদ্রাসন দুটি উপজেলা নিয়ে। মাঝে আসনটির সীমানা পরিবর্তন করা হলেও ১৯৮৬ এর নির্বাচনে আবারও ফিরিয়ে আনা হয়। কিন্তু ২০০৮ সালে ১/১১ সরকার স্বৈরাচার আওয়ামী লীগ প্রার্থীকে ক্ষমতায় আনার জন্য ভাঙা উপজেলাকে ফরিদপুর-৪ এর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এতে নদী ভাঙ্গন কবলিত দুই উপজেলার জনগণ বহুমুখী বৈষম্যের শিকার হতে থাকেন।এই সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম শাহজাদা মিয়া বলেন, প্রশাসনিক, আঞ্চলিক, ভৌগোলিক ও জনসংখ্যাসহ সকল দিক বিবেচনায় দুইটি উপজেলা একটি স্বতন্ত্র নির্বাচনী এলাকা হওয়ার যোগ্যতা রাখে। শুধু রাজনৈতিক কূটকৌশলের কারণে আমাদের সঙ্গে ভাঙ্গা উপজেলা যুক্ত করে দেওয়া হয়।’

নির্বাচনী আসনটি ২০০১ সালের সীমানায় পুনর্বহালের দাবিতে উপস্থিত বক্তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। কমিশন বরাবর স্বারকলিপি জমা দেবেন বলেও জানান নেতৃস্থানীয় ব্যক্তিরা।

সভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব মো, কুদ্দুস খান। সঞ্চালনা করেন অ্যাডভোকেট ফাহাদ খান শাওন ও এসএম মিজানুর রহমান। সূচনা বক্তব্য দেন সাবেক ফরিদপুর-৪ আসন পুনরুদ্ধার কমিটির সদস্য সচিব আখতার উজ্জামান।সভায় আরও বক্তব্য দেন— বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া, শাহ আলম রেজা, আনোয়ার হোসেন, লুৎফর রহমান পাশা, অ্যাড. আবুল বাসায় মৃধা, অ্যাড. মাহবুবুর রহমান দুলাল, মনজুরুল হক মৃধা, মোস্তফা করিব প্রমুখ।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]