সাবেক ফরিদপুর-৪ (সদরপুর- চরভদ্রাসন) নির্বাচনী আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন সদরপুর ও চরভদ্রাসন উপজেলাবাসী। দুই উপজেলার সম্মিলিত উদ্যোগে ‘সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসন ফরিদপুর-৪ পুনরুদ্ধার কমিটি’র ব্যানারে শনিবার (১৮ জানুয়ারি) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্রাব) এ নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নির্বাচনী আসনটি ২০০১ সালের সীমানায় পুনর্বহালের দাবিতে উপস্থিত বক্তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। কমিশন বরাবর স্বারকলিপি জমা দেবেন বলেও জানান নেতৃস্থানীয় ব্যক্তিরা।





