ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই সঙ্গে আপন ভাই-বোনের মৃত্যুতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক দৃশ্য। পরিবারের সদস্য থেকে শুরু করে পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—নোয়াগাঁও গ্রামের মো. সাদ্দামের সন্তান মো. শরীফ (৭) ও শিফা (৮)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুরে শরীফ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায় সে। ভাইকে ডুবে যেতে দেখে বোন শিফা ছুটে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় দু’জনই পানিতে তলিয়ে যায়।
পরে প্রতিবেশীরা পানিতে ভাসতে দেখা দুটি শিশুর দেহ উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা-মা। পুরো গ্রামজুড়ে এখন শোকের নিস্তব্ধতা। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “এমন দৃশ্য জীবনে দেখি নাই। ভাইকে বাঁচাতে গিয়ে বোনও প্রাণ দিল—এ যেন নির্মম নিয়তি।”
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “ঘটনাটি আমাদের জানা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”





