জুলাই-আগস্ট আন্দোলন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ১২ অক্টোবর

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী রোববার (১২ অক্টোবর) যুক্তিতর্ক শোনার দিন ধার্য করেছেন।

বিচারিক প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মো. আলমগীর ৫৪তম ও শেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। তিনি জানিয়েছেন, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় ৪১টি জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড ঘটেছে এবং তিন লাখ পাঁচ হাজারের বেশি গুলি ছোড়া হয়েছে। জবানবন্দিতে তিনি বিভিন্ন প্রমাণাদি ও ভিডিওও ট্রাইব্যুনালে প্রদর্শন করেন।

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, শেখ হাসিনা ও কামালের পক্ষে, সাক্ষীর বক্তব্যকে খণ্ডন করেছেন এবং যুক্তি দিয়েছেন যে আন্দোলনকারীদের বাধ্য হয়েই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছিল। প্রসিকিউশনের পক্ষে ছিলেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, আবদুস সাত্তার পালোয়ান, তারেক আবদুল্লাহ ও মামুনুর রশীদ।

মামলায় মোট পাঁচটি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগপত্র ৮,৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠা, প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা দুই হাজার ৭২৪ পৃষ্ঠা। মামলায় ৮১ জন সাক্ষী দিয়েছেন।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]