ইসলাম ও নবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইউআইইউ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থী মো. মোনসের আলীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। মোনসের আলী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ট্রাই-সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

এর আগে একদল শিক্ষার্থী মোনসের আলীকে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, তিনি রুমমেটের সঙ্গে নবী, কোরআন ও ধর্ম নিয়ে অশ্লীল ও অবমাননাকর ভাষায় কথা বলতেন এবং নাস্তিকতায় প্ররোচিত করার চেষ্টা করতেন। রুমমেটের রেকর্ড করা অডিও সামাজিক গ্রুপে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ ও মারধর করেন। পরে শিক্ষকরা তাকে মেডিকেল সেন্টারে নিয়ে যান।

আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন – অভিযুক্তকে দ্রুত স্থায়ীভাবে বহিষ্কার এবং আইনের আওতায় আনা, পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ শেখানোর উদ্যোগ নেওয়া হোক।

এর আগে, ৫ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী অপূর্ব পালকেও একই অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]