৮ দফা দাবিতে বান্দরবানে সোমবার হরতাল অনুষ্ঠিত হবে

পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে বাঙালিদের ওপর চলমান বৈষম্যের প্রতিবাদে এবং দেশের অন্যান্য জেলার মতো সমঅধিকার ও সুযোগ-সুবিধা দাবি জানিয়ে আগামী সোমবার (১৩ অক্টোবর) বান্দরবান জেলা সদরসহ সকল উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সংগঠনের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বৃহস্পতিবার (৯ অক্টোবর) জেলা সদরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী মো. মজিবর রহমান বলেন, “পার্বত্য চট্টগ্রামে আমরা বাঙালি সম্প্রদায় যুগের পর যুগ বৈষম্যের শিকার হচ্ছি এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ৮ দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করা হবে।”

তিনি আরও জানান, পর্যায়ক্রমে রাঙামাটি ও খাগড়াছড়িতেও হরতাল কর্মসূচি পালন করা হবে।

হরতালের সময় স্কুল, কলেজ, সরকারি অফিস-আদালত, সরকারি কর্মকর্তাদের গাড়ি, অ্যাম্বুলেন্স, খাবার ও ওষুধের দোকান, আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ পরিবহনকারী গাড়ি হরতালের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৮ দফা দাবিগুলো হলো—
১. ব্রিটিশ আমলের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল করে সংবিধান অনুযায়ী শাসন ব্যবস্থা চালু করা।
২. জমি ক্রয়-বিক্রয়, চাকরি, শিক্ষা ইত্যাদিতে রাজার সনদ ব্যবস্থা বাতিল করা।
৩. রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ৬১ জেলার মতো ভূমি ব্যবস্থাপনা ও জমি ক্রয়-বিক্রয়ের সুযোগ সৃষ্টি করা।
৪. বাজার ফান্ড প্লটের লিজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা এবং বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করা।
৫. উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে তিন পার্বত্য জেলায় পরিবেশবান্ধব ইটভাটা, কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান চালু করা।
৬. আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনরায় স্থাপন করা।
৭. অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।
৮. শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে বৈষম্য দূর করে সমঅধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

সংবাদ সম্মেলনে জেলা নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক শাহজালালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]