মাগুরার মহম্মদপুরে খালে ডুবে তিন শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে নেমে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাঁপাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো-  চাঁপাতলা গ্রামের মো. আনারুলের মেয়ে তারিন (৮), সাজ্জাদুল ইসলামের মেয়ে সিনথিয়া (৯) এবং তারিকুল ইসলামের মেয়ে তানহা (৯)। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে পাশাপাশি বাড়ির এই তিন শিশু বাড়ির পাশের খালে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের খুঁজে না পেয়ে খোঁজ শুরু করেন। পরে পানির নিচ থেকে শিশুদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুর রহমান জানান, স্থানীয়রা তিন শিশুকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়।

মহম্মদপুর থানার ওসি (তদন্ত) আবুল খায়ের বলেন, খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার পর শোকে নিস্তব্ধ হয়ে পড়েছে পুরো চাঁপাতলা গ্রাম।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]