মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে সিএমএইচে স্থানান্তর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। আহত নায়েক মো. আক্তার হোসেনকে হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সীমান্তে নিয়মিত টহলের সময় এই দুর্ঘটনা ঘটে। টহলরত অবস্থায় হঠাৎ মাইন বিস্ফোরণে তিনি মারাত্মকভাবে আহত হন। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে প্রথমে রামু সিএমএইচে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টা ১২ মিনিটে বিজিবির নিজস্ব হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে মাইন বিস্ফোরণের ঝুঁকি অনেক বেড়ে গেছে। সীমান্তবর্তী এলাকায় অজ্ঞাত স্থানে মাইন পেতে রাখার আশঙ্কা থাকায় টহলরত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, সীমান্তের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সীমান্তে বসবাসকারী গ্রামবাসীকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারের সীমান্তবর্তী তুমব্রু এলাকায় চলমান গোলাগুলির কারণে কয়েক দফা গুলিবিনিময় ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সম্প্রতি কয়েকটি মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি জানিয়েছে, বাংলাদেশের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সীমান্তে টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]