সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

নীলফামারীর সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাতপাই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ঘরবাড়ি, আসবাবপত্র, বিছানাপত্র, এমনকি শিক্ষার্থীদের বইপত্রও। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সবকিছু হারিয়ে তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত বাসিন্দা হাসানুর রহমান বলেন, “দুপুরে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই সব শেষ হয়ে গেল। কিছুই বাঁচাতে পারিনি।”

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লান্চু হাসান চৌধুরী জানান, “১০টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে রয়েছে। আমি নিজে গিয়ে তাদের সহায়তার চেষ্টা করছি।”

সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান বলেন, “দ্রুত সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”