ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁদ মিয়া তাকে আদালতে হাজির করেন। এসময় আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করলে আদালত তা রেকর্ড করার আবেদন গ্রহণ করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ জবানবন্দি রেকর্ডের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আসামি স্বীকার করেছেন যে তিনি ইচ্ছাকৃতভাবে কুরআন শরীফ হাতে নিয়ে ঘটনাস্থলে যান এবং সবার সামনে তা ফেলে পায়ে পদদলিত করেন। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। আসামি আদালতে স্বেচ্ছায় এই ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করতে সম্মত হয়েছেন বলেও জানানো হয়।
এর আগে গত ৪ অক্টোবর মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে অপূর্ব পালকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে কুরআন শরীফ অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।
পরবর্তীতে উত্তেজিত শিক্ষার্থী ও স্থানীয়দের বিক্ষোভের মধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ওই রাতেই ভাটারা থানার উপ-পরিদর্শক হাসমত আলী বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয় এবং ১৪ অক্টোবর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।





