কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০ জনকে আটক করেছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন।
আটককৃতরা হলেন কুমিল্লা নগরীর কুচিতলী এলাকার সোহেল (৩০), মাহবুবুর রহমান (২৮), নাছের (৩৬), ইমন (২১), চাঁপাপুর এলাকার মাহমুদ (৪০), চৌদ্দগ্রামের আলাউদ্দিন, সদর দক্ষিণের মো. অপু (৩৪), কোথায় তুমি এলাকার তাজুল ইসলাম, চর পাত্তি এলাকার জাকির (৪০) এবং ফেনীর দাগনভূঞা উপজেলার আব্দুল আজিজ।
র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দালালচক্রটি হাসপাতালের ভেতরে নিষেধাজ্ঞা অমান্য করে রোগী ও তাদের স্বজনদের হয়রানি করছিল। এতে সাধারণ রোগীরা সঠিক চিকিৎসা সুবিধা পেতে প্রতিবন্ধকতার সম্মুখীন হতেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণউপদ্রব সৃষ্টির অভিযোগে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। র্যাব জানায়, রোগী সেবার পরিবেশ স্বচ্ছ রাখতে ভবিষ্যতেও দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সাজা ঘোষণার পর আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে বলে র্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





