নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সিডিউল ঘোষণা করলে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা সীমিত থাকবে এবং সরকারের প্রধান কাজ হবে শুধু নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলায় নবনির্মিত বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য পরিষ্কার, নির্বাচন করা হবে। নির্বাচনের বাস্তব কাজ সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের হাতে। সরকারের হাতে সেখানে কোনো প্রভাব নেই।”
উপদেষ্টা বলেন, “আমাদের মূল লক্ষ্য প্রান্তিক জনগণের সুবিধা নিশ্চিত করা। ঢাকার সঙ্গে চরফ্যাশনের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ। এখানকার মানুষের যাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে বেতুয়া নদী বন্দর টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এটি দেশের অন্যতম উন্নত মানের টার্মিনাল। এটি সুন্দরভাবে ব্যবহারের দায়িত্বও স্থানীয় জনগণের।”
তিনি বলেন, “শতবর্ষী প্যাডেল স্টিমার পুনরায় চালু করা হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে একদিন ঢাকা-ভোলা নৌপথে প্যাডেল স্টিমার চলবে।”
এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





