ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে র‌্যালি

ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেছেন, জ্বর হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশা নিধনের পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ৬ জুলাই জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

র‌্যালি শেষে সেখানে উপস্থিত জনতার মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নানা ধরনের পরামর্শ উল্লেখ করা ছিল।

‘বাড়ি ও বাড়ির চারপাশ মশামুক্ত রাখি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি’ স্লোগানে র‌্যালিতে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ ইয়াসমিন নাহার, মেডিকেল অফিসার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ মহসিন মিয়া প্রমুখ।