সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে না’গঞ্জে জামায়াতের বিক্ষোভ

সুইডেনের রাজধানী স্টকহোম এর কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

তিনি বলেন, সুইডিস সরকারের প্রত্যক্ষ মদদে বারবার পবিত্র কোরআনকে অবমাননা করা হচ্ছে, পবিত্র কোরআন পোড়ানো হয়েছে, যা সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষী ব্যক্তিদের গ্রেফতারের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি, পবিত্র কোরআন মুসলমানদের শুধু নয় সারা পৃথিবীর মানুষের কাছে একটি পবিত্র গ্রন্থ। যারা এই পবিত্র গ্রন্থকে অবমাননা করেছে জাতিসংঘ দ্রুত তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির জননেতা মাওলানা মঈন উদ্দিন আহমদ। সেক্রেটারি জনাব মাওলানা আবু নকীব, মহানগরীর সহকারী সেক্রেটারী যথাক্রমে মোঃ সাইফুল ইসলাম, মোঃ জামাল হোসেন। মহানগরীর কর্মপরিষদের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, মোহাম্মদ জাকির হোসাইন, এড মাইনুদ্দীন মিয়া সহ অসংখ্য নেতৃবৃন্দ।

মিছিলটি বিভিন্ন রোড প্রদক্ষীন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।