শ্রমিক বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহে জুলাই যোদ্ধাদের বাধার কারণে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে প্রতিবাদ জানিয়ে পরিবহন শ্রমিকরা শনিবার (১১ অক্টোবর) দুপুরে শিকারি কান্দা বাইপাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

অবরোধ ও বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্য সচিব আলী হোসেন জানান, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হান গত শুক্রবার বিকেলে ঢাকায় যাওয়ার জন্য মাসকান্দা বাসটার্মিনালে যান। তখন পরিবহন শ্রমিকরা তাকে জুলাইযোদ্ধা বলে টিটকারি দেয়, যা নিয়ে বাগবিতণ্ডা হয়। এ ঘটনা জানতে পেরে ইউনাইটেড পরিবহন ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ করে দেয় এবং মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানানো হয়।

ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

শিকারি কান্দা বাইপাস শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, “যদি গাড়ি বন্ধ করতে হয়, তবে সব গাড়ি বন্ধ করতে হবে। শুধুমাত্র ইউনাইটেড পরিবহন বন্ধের দাবি শ্রমিকরা মানছে না। কারণ এই গাড়িতে অনেকের জীবিকা নির্ভর করছে। তাই তারা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে সব যানবাহন বন্ধ করে দিয়েছে।”

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং আশা করা হচ্ছে দ্রুত মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হবে।