ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর বড়পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি মালবাহী ট্রাকের পেছনে অপর ট্রাক ধাক্কা দিলে দুই ট্রাকই উল্টে যায়।
নিহতরা হলেন -চালক মো. আল-আমীন (২৮) ও তার সহকারী মো. রাশেদ (৩০)।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদ আহমেদ জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্য মো. আনিসুর রহমান বলেন, ময়মনসিংহগামী ট্রাকটির পেছন দিক থেকে সংঘর্ষের কারণে উভয় ট্রাক উল্টে পড়ে। এই ঘটনায় আরও একজন ট্রাকচালক ও তার হেলপার গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।





