জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যা দেশের স্থিতিশীলতা ও অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার অপরাধীদের শনাক্ত ও শাস্তির ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় ফ্যাসিস্টদের দোসররা অডিও-ভিডিও কলের মাধ্যমে নির্দেশনা পেয়ে এই কাজ করছে। তিনি বলেছেন, এ ধরনের ঘটনায় গুরুত্ব সহকারে তদন্ত হওয়া উচিত।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের তিলোত্তমা হোটেলে অনুষ্ঠিত জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের নরম মনোভাবের কারণে অপরাধীরা প্রতিরোধের বাইরে রয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় ও শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে। তিনি উল্লেখ করেন, বিমানবন্দর এলাকায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে হাজার হাজার পরিবার রাস্তায় চলে গেছে, তাই একজনের প্রতি সুশীলতা দেখিয়ে হাজার পরিবারের ক্ষতি করা যাবে না।
সারজিস আলম বলেন, জুলাই মাসের শহীদ পরিবারগুলো এখনও দুর্দশাগ্রস্ত। অন্তর্বর্তীকালীন সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, সরকারের ব্যস্ততা নির্বাচন আয়োজন নিয়ে হওয়া স্বাভাবিক, তবে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত না করা, গণহত্যার বিচার সম্পন্ন না করা ও শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত না করা নির্বাচনকে জনগণের কাছে বিশ্বাসযোগ্য করবে না।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত শুধুমাত্র নির্বাচনের দিকে না তাকিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোও সমাধান করা। জুলাই সনদ বাস্তবায়ন দেশের মানুষের চাহিদা। যারা স্বাক্ষর করেছেন, তাদের পক্ষ থেকে কার্যকর বাস্তবায়ন হবে কি না তা স্পষ্ট করা জরুরি। তিনি জানিয়ে দেন, এনসিপি জনগণের পক্ষে থাকবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাশ কাটিয়ে গেলে তা জনগণের আস্থা হারাবে।
শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেছেন, এনসিপি অনড়। আইনগত বাধা না থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন যদি স্বেচ্ছাচারিতা দেখায়, তবে এনসিপি রাজপথে এর মোকাবেলা করবে। তিনি জানান, এনসিপি শাপলা প্রতীকের মাধ্যমে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।
সাংগঠনিক বিষয়ে তিনি বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। নভেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে পার্টি আরও শক্তিশালী হবে।
সভায় এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগরের প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, নেতা আলমগীর নয়ন, আলমগীর হোসেনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।





