আকু বিল পরিশোধে কমলো রিজার্ভ

বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকুর মাধ্যমে ১ দশমিক ২৭ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করেছে। ২ মাসের আমদানি বিল নিষ্পত্তির পর আইএমএফের সূত্র অনুযায়ী বাংলাদেশের রিজার্ভ ২০ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংক আকুর মাধ্যমে ১ দশমিক ২৭ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করেছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার ভারতসহ আটটি দেশের মধ্যে লেনদেনের একটি প্লাটফর্ম হলো আকু।

কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা জানান, এই অর্থ পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ গতকাল ২৫ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা গত ৩ জানুয়ারি ছিল ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। তবে, আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী ৩ জানুয়ারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার।