বাংলাদেশে পেট্রোনাস লুব্রিক্যান্টসের একমাত্র পরিবেশক ইউনাইটেড লুব অয়েল লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একটি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছে।
১৭ সেপ্টেম্বর ইউনাইটেড গ্রুপের কর্পোরেট সদর দপ্তরে একটি চুক্তি সম্পাদিত হয়েছে।
বাংলাদেশের মোটরসাইকেল দুর্ঘটনার উদ্বেগজনক বৃদ্ধি মোকাবিলায় ইউনাইটেড লুব অয়েল লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড “পেট্রনাস স্প্রিন্টা রাইড সেফ ক্যাম্পেইন” চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে বাইকারদের দুর্ঘটনাজনিত বীমা কভারেজ প্রদান করা হবে।
পেট্রোনাস স্প্রিন্টা লুব্রিক্যান্ট ক্রয়ের সময় ক্যান এর গায়ে স্টিকার কোড রেজিস্ট্রেশন এর মাধ্যমে মোটরসাইকেল চালকরা বিশেষ ইন্স্যুরেন্স কভারেজ উপভোগ করবেন।