বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়াকে আরও সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে প্রবাসীরা মোবাইল ফোনের পরিবর্তে ই-মেইলের মাধ্যমে ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) পেয়ে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, আগে ই-রিটার্ন পোর্টালে নিবন্ধনের সময় করদাতার বায়োমেট্রিক নিবন্ধিত বাংলাদেশের মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হতো। এতে বিদেশে থাকা অনেক করদাতা সমস্যায় পড়তেন। এখন থেকে তাদের ই-মেইল ঠিকানায় সরাসরি ওটিপি পাঠানো হবে, ফলে তারা সহজেই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রবাসী করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা-সিলের কপি, ই-মেইল ঠিকানা ও ছবি সংযুক্ত করে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন। যাচাই শেষে এনবিআর তাদের ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাবে। এরপর তারা সহজেই ই-রিটার্ন পোর্টালে লগইন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অক্ষম, বিশেষ চাহিদাসম্পন্ন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং দেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া বাকি সব করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিআর জানায়, অনলাইন রিটার্ন দাখিল ব্যবস্থা সম্পূর্ণ কাগজবিহীন, স্বয়ংক্রিয় ও ঝামেলামুক্ত। করদাতারা তাৎক্ষণিকভাবে acknowledgment slip ও আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন।
সবশেষে এনবিআর দেশ ও বিদেশে অবস্থানরত সকল করদাতাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে।





