২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, আর ফেল করেছেন ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী।
এ বছর জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৭৬ হাজার ৮১৪ জন কম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে ফল প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহসহ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। পাসের হার ও জিপিএ–৫ দু’দিক থেকেই এগিয়ে ছাত্রীরা। ১১টি শিক্ষা বোর্ডে ছাত্রদের তুলনায় ৮৭ হাজার ৮১৪ জন বেশি ছাত্রী পাস করেছেন। জিপিএ–৫ প্রাপ্তদের মধ্যেও ছাত্রদের চেয়ে ৫ হাজার ৯৭ জন বেশি ছাত্রী রয়েছেন।
মোট উত্তীর্ণদের মধ্যে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন ছাত্র ও ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন ছাত্রী। ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ৩২ হাজার ৫৩ জন ছাত্র এবং ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী।





