পাঞ্জাবের বর্ষীয়ান গায়ক সুরিন্দর শিণ্ডা আর নেই

মারা গেছেন ভারতের পাঞ্জাব প্রদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সুরিন্দর শিণ্ডা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তার মৃত্যুতে শোকাহত ইন্ডাস্ট্রি। কেবল ভক্ত বা সহকর্মীরা নন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও শোকবার্তা জানিয়েছেন। আজ বুধবার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান গায়ক। দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন তিনি। খবর নিউজ১৮বাংলার।

পঞ্জাবি সংগীত জগতে সুরিন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একাধিক বিখ্যাত গান উপহার দিয়ে গিয়েছেন তিনি। তা ছাড়া বেশকিছু ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছে তাকে।

গায়কের মৃত্যুর খবর পেয়েই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ট্যুইট করেছেন, প্রখ্যাত সংগীতশিল্পী সুরিন্দর শিণ্ডাজির মৃত্যুর খবরে অত্যন্ত মর্মাহত। চিরকালের জন্য নীরব হয়ে গেল ভয়েস অফ পঞ্জাব।

শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের মতে, পঞ্জাবের সংগীত জগতে সুরিন্দরের অবদান অমূল্য। একইসঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি।