বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মর্যাদা অর্জন করেছে। ২০২৫ সালের ‘ওয়ার্ল্ড এভিডেন্স-বেইসড হেলথকেয়ার (ইবিএইচসি) ডে’ কর্তৃপক্ষ বিএমইউ-কে ‘এভিডেন্স অ্যাম্বাসেডর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বিএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ভিডিওগ্রাফি ক্যাটাগরিতে এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ ফারুক ওসমানী ভিজ্যুয়াল মিডিয়া ক্যাটাগরিতে অ্যাম্বাসেডর হিসেবে সম্মাননা পেয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্বীকৃতি বিএমইউ’র গবেষণা, চিকিৎসা উৎকর্ষতা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের অঙ্গীকারের প্রমাণ।
অধ্যাপক শাহিনুল আলমের নেতৃত্বে আইকিউএসি প্রমাণভিত্তিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রমাণভিত্তিক চিকিৎসা চর্চা চিকিৎসা ব্যয় কমাতে, অপ্রয়োজনীয় পার্থক্য হ্রাস করতে এবং চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় গুণগত পরিবর্তন আনতে সহায়ক হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বলেন, বৈশ্বিক এই উদ্যোগে অংশ নেওয়ায় আমরা গর্বিত এবং ভবিষ্যতেও উদ্ভাবন ও প্রমাণভিত্তিক চিকিৎসায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করি। এই অর্জন বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের জন্য এক গর্বের মাইলফলক।





