সহকর্মীর সন্তানদের বাঁচাতে গিয়ে বাংলাদেশির মৃত্যু

খাইরুল কবির জাপানের একটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। 

জাপানে সহকর্মীর দুই শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে প্রাণ হারিয়েছে এক বাংলাদেশির। তার নাম খাইরুল কবির (৩৯) এবং বাড়ি পাবনা জেলায় বলে জানা গেছে।

রোববার (১০ সেপ্টেম্বর) ইয়ামানাশি প্রিফেকচারের নানবু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জাপান সংবাদমাধ্যম টুডে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সহকর্মীসহ ১৯ জনের একটি দলের সঙ্গে সপরিবারে ফুকুশি নদীর তীরে ঘুরতে গিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু বেলা ১১টার দিকে তার এক সহকর্মীর ১১ ও ১২ বছর বয়সী দুই শিশু সন্তান নদীতে পড়ে যায়। তাদের উদ্ধার করতে নদীতে নেমে নিখোঁজ হন খাইরুল।

এসময় দেশটির জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ১১৯-এ কল দিয়ে সহায়তা চান ওই দলে থাকা অন্যরা। 

পুলিশ জানিয়েছে, দুই শিশুকে উদ্ধার করতে পারলেও তীব্র স্রোতে ভেসে যান ওই বাংলাদেশি। পরে বিকেল ৩টার দিকে আড়াই মিটার গভীর ওই নদীর তলদেশ থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, নদীতে পড়ে যাওয়া দুই শিশু সুস্থ আছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।