মিশর-বাংলাদেশ সর্বোচ্চ আদালতের বিচার সহযোগিতা স্মারক

মিশর ও বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মধ্যে পারস্পরিক বিচার বিভাগীয় সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে একটি সমঝোতা স্মারক (প্রটোকল) স্বাক্ষরিত হয়েছে। এ প্রটোকল দুই দেশের বিচার বিভাগের মধ্যে সম্পর্ককে নতুন দিগন্তে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিচার ব্যবস্থার দক্ষতা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং কারিগরি সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট বিচারপতি বুলোস ফাহমী প্রটোকলে স্বাক্ষর করেন।

প্রটোকলে উভয় দেশের সাংবিধানিক, আইনি ও বিচার বিষয়ক সহযোগিতা বৃদ্ধি এবং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। এতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, যৌথ উদ্যোগের মাধ্যমে বিচার ব্যবস্থার দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার আয়োজন এবং বিচার বিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়কে মূল ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রটোকলের আওতায় উভয় দেশের সর্বোচ্চ আদালত যৌথ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে এবং আইনের বিশেষ শাখায় বিশেষজ্ঞদের মাধ্যমে জ্ঞান বিনিময়সহ যৌথ গবেষণা করবে। এছাড়া আদালতগুলো সম্মেলন, সেমিনার এবং পারস্পরিক সফরের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডে শ্রেষ্ঠ বিচার চর্চা ও উদ্ভাবন বিনিময়ের সুযোগও নিশ্চিত করবে।

এ সময় মিশরের সাংবিধানিক আদালতের সকল বিচারক এবং কায়রোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বর্তমানে মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রেসিডেন্টের আমন্ত্রণে মিশরে অবস্থান করছেন।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]