পাকিস্তান ও আফগানিস্তানের দ্বিতীয় দফার আলোচনা

পাকিস্তান ও আফগানিস্তান সাম্প্রতিক সহিংসতা নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা করতে যাচ্ছে। শনিবার (২৫ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসবেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, আলোচনার মূল বিষয় হবে গতবছর হওয়া যুদ্ধবিরতি কার্যক্রমের বাস্তবায়ন ও সীমান্তবর্তী সন্ত্রাসবাদের ওপর নজরদারি নিশ্চিতকরণ। পাকিস্তান আশা করছে, আলোচনায় সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, সম্প্রতি আফগানিস্তান থেকে কোনো বড় ধরনের সন্ত্রাসী হামলা পাকিস্তানে ঘটেনি। তিনি বলেন, “দোহায় যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, তা এখনও অক্ষুন্ন। এটি ইতিবাচক প্রতিফলন দিয়েছে। আমরা আশা করি ইস্তাম্বুলেও ফলপ্রসু আলোচনা হবে।”

তাহির আন্দ্রাবি আরও বলেন, পাকিস্তানের মূল দাবি অপরিবর্তিত -আফগানিস্তান তাদের ভূখণ্ড থেকে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ দেবে না। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আফগান সীমান্ত ক্রসিং এবং বাণিজ্য স্থগিত থাকবে। তিনি বলেন, “সীমান্ত নিরাপত্তা মূল্যায়নের আগে বাণিজ্য পুনরায় চালু হবে না। পাকিস্তানিদের নিরাপত্তা বাণিজ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

এদিকে ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার পাকিস্তানের তেহরিক-ই-তালেবান (টিটিপি) গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে। আফগানিস্তান এই অভিযোগ সবসময় অস্বীকার করে আসছে।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]