নাটোরের লালপুরে বিকাশ লেনদেন সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রকাশ্যে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাজারজুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
ভুক্তভোগী ব্যবসায়ী পারভেজ আলী মহেশ্বর বাজারের বাসিন্দা ও মোবাইল-ইন্টারনেট সরঞ্জামের দোকানের মালিক। তিনি জানান, ১০ জুলাই বিকাশ লেনদেন নিয়ে পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মুক্তি খাতুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তখন মুক্তি খাতুন তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
এর দু’দিন পর, শনিবার সন্ধ্যায় সাতজন দুর্বৃত্ত মোটরসাইকেল ও সিএনজি করে বাজারে এসে পারভেজের দোকানে হামলা চালায়। তারা প্রথমেই আতঙ্ক সৃষ্টির জন্য একটি গুলি ছোড়ে, পরে দোকানে ঢুকে ভাঙচুর চালায় এবং কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।
দোকানে থাকা মোবাইল, রাউটার, ক্যাবল, আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
এ ঘটনায় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়ে, অনেকেই দোকান বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে দ্রুত লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, “ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





