নাটোরের গুরুদাসপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক প্রতারককে আটক করা হয়েছে। রোববার (৩ আগস্ট) রাতে সেনাবাহিনীর সহায়তায় স্থানীয় এনএসআই সদস্যরা তাকে আটক করে গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক ব্যক্তির নাম নাজমুল হোসেন। তিনি উপজেলার খামার নাচকৈড় এলাকার মকবুল হোসেনের ছেলে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার জানান, নিজেকে এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয় দিয়ে নাজমুল গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে ‘খাদ্য অনুপযোগী চাল কেনা’র অভিযোগ তোলেন। একইসঙ্গে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভুয়া চিঠি দেখিয়ে তদন্তের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করেন তিনি।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী জুলহাস উদ্দিন বিষয়টি সন্দেহ হলে জেলা এনএসআই কার্যালয়ে যোগাযোগ করেন। পরে পরিকল্পনা অনুযায়ী, রোববার রাতে জুলহাস উদ্দিন ৫ লাখ টাকা নিয়ে গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে গেলে চাঁদা নিতে এলে নাজমুলকে হাতেনাতে আটক করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, নাজমুল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তা মামলা হিসেবে রেকর্ড করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





