ঢামেকে আহতদের দেখতে গেল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত ছাত্র-জনতা ও গত শনিবার নিউরোসার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলায় আহত চিকিৎসকদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত মহাসচিবসহ একটি প্রতিনিধি দল।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে আহত চিকিৎসক ও ছাত্র-জনতাকে দেখতে যান তারা।

এসময় অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান বলেন, কর্তব্যরত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের ওপর দুষ্কৃতকারীদের হামলায় আহত দুই চিকিৎসকের স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছি। পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ খবর নিয়েছি। আমরা আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছি। তাদের পাশে সরকার ও আমরা সরকারি কর্মচারী হিসেবে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছি।

অতিরিক্ত সচিব মাহবুব আরও বলেন, আহত দুই চিকিৎসক আমাদের দেখিয়েছেন কিভাবে দুষ্কৃতকারীরা হামলা করেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সকল কর্মচারীদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছি। বিষয়টি আমরা স্বাস্থ্য উপদেষ্টাকেও অবহিত করবো। চিকিৎসকদের নিরাপত্তার পাশাপাশি এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি সমাধানের বিষয় উদ্যোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, বহির্বিভাগের চিকিৎসা সেবা চালুর বিষয় পরিচালক ইতোমধ্যে পদক্ষেপ নিচ্ছেন। আশা করি দ্রুতই বহির্বিভাগ চালু হবে। এছাড়া হাসপাতালের জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি চিকিৎসকরা কাজ করছেন। কোনো সমস্যা নেই।

প্রতিনিধি দলের সদস্য ও উপসচিব সারওয়ার আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন আমরা তাদের পাশে আছি। আমরা হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন পরিবহনসহ তাদের কিছু সংকট রয়েছে। সেগুলো সমাধানেও আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধানের উদ্যোগ নিচ্ছি।