ঢাকায় প্রতি মাসে গড়ে ২০টির বেশি হত্যাকাণ্ড ও অন্তত ৫টি ডাকাতির ঘটনা ঘটে

রাজধানী ঢাকায় প্রতি মাসে গড়ে ২০টিরও বেশি হত্যা, ৫টি ডাকাতি ও ১৭৮টি চুরির ঘটনা ঘটছে। তবে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩০ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে রাজধানীর ৫০ থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১২১টি খুন ও ১ হাজার ৬৮টি চুরির মামলা হয়েছে। গড়ে মাসে ৪৬টি ছিনতাই ও ৭০টি চাঁদাবাজির মামলাও নথিভুক্ত হয়েছে।

ডিসি তালেব জানান, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। থানা পুলিশের পাশাপাশি ডিবিও সক্রিয়। গতকাল ডিবি ওয়ারির একটি দল ১২৩টি চোরাই মোবাইলসহ চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে। মোহাম্মদপুরের ‘কব্জি কাটা’ গ্যাংয়ের দুই সদস্য—নিশাত ও এসটি রাসেলকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, “আমরা সব ধরনের অপরাধ মোকাবিলায় প্রস্তুত। কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকার ট্রাফিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ডিসি মিডিয়া। তিনি জানান, ট্রাফিক ব্যবস্থায় নিয়মিত কৌশল পরিবর্তন হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২৮৪৫টি মামলা, ২৮২টি গাড়ি ডাম্পিং ও ৮৩টি গাড়ি র‍্যাকার করা হয়েছে।

রাতের বেলায় থানায় ‘দেনদরবার’ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “থানায় বসে সালিশি করার সুযোগ নেই। কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

ছিনতাই ও চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, “অপরাধ পুরোপুরি বন্ধ না হলেও পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। আমাদের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সামনে নির্বাচনকে ঘিরেও প্রস্তুতি নিচ্ছি।”

তিনি নগরবাসীকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, “আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। নিরাপদ শহর গড়তে ডিএমপি সর্বদা সচেষ্ট।”

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]