মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার ভাষায়, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে ব্যবসাবান্ধব করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে। অতীতে ব্যবসার অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী না হলেও, নতুন বাংলাদেশে নানা সুযোগের উদ্ভব হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো ব্যবসায়িক সম্ভাবনা।
মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে অনুষ্ঠিত এক ব্যবসায়িক ফোরামে ড. ইউনূস বলেন, “বাংলাদেশ এখন ব্যবসাবান্ধব হতে সর্বাত্মক চেষ্টা করছে। আমি একটি পরিবর্তনশীল বাংলাদেশে সীমাহীন সম্ভাবনা দেখতে পাচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে তরুণ ও সৃষ্টিশীল জনশক্তির অভাব নেই, পাশাপাশি প্রবাসী তরুণদের প্রতিভা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তার মতে, “প্রবাসী তরুণদের মধ্যে সবসময় দেশকে কিছু দেওয়ার আকাঙ্ক্ষা থাকে।”
ফোরামে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের প্রতিযোগিতামূলক বিনিয়োগ সুবিধা এবং শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণের উদ্যোগ তুলে ধরেন।
এছাড়া, রবির প্রাথমিক শেয়ারহোল্ডার ও আজিয়াটা গ্রুপের সিইও বিবেক সুদ বাংলাদেশে ২৮ বছরের সফল অংশীদারিত্বের অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোনাসের সভাপতি ও গ্রুপ সিইও টেংকু মুহাম্মদ তৌফিক, খাজানা ন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফয়সাল ওয়ান জহির, সিমে ডার্বি প্ল্যান্টেশনস, কেএলকে, আইওআই কর্পোরেশন ও এফজিভির শীর্ষ কর্মকর্তারা, প্রোটনের চেয়ারম্যান সৈয়দ ফয়সাল আলবার এবং টপ গ্লোভ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান লিম উই চাই।





