বাংলাদেশ সচিবালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) মুক্ত ঘোষণার ধারাবাহিকতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদপ্তর (পিআইডি)কেও সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্যবিবরণীতে বলা হয়, পরিবেশ দূষণ রোধে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে—
-
প্লাস্টিক ফাইল ও ফোল্ডারের পরিবর্তে কাগজ বা পরিবেশবান্ধব উপকরণের ফাইল-ফোল্ডার ব্যবহার,
-
প্লাস্টিক ব্যাগের বদলে কটন বা জুট ফেব্রিকের ব্যাগ ব্যবহার,
-
প্লাস্টিক বোতলের পরিবর্তে কাচের বোতল ও গ্লাস ব্যবহার,
-
প্লাস্টিক ব্যানারের জায়গায় কটন, জুট বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি ব্যানার ব্যবহার,
-
দাওয়াতপত্র, ভিজিটিং কার্ড ও প্রচারপত্রে লেমিনেশন পরিহার,
-
সভা-সেমিনারে কাগজ বা পরিবেশবান্ধব উপাদানে তৈরি খাবারের প্যাকেট ব্যবহার,
-
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট, গ্লাস, কাপ, স্ট্র ও কাটলারি পরিহার,
-
প্লাস্টিক কলমের বদলে পেনসিল বা কাগজের কলম ব্যবহার,
-
প্রকাশনায় প্লাস্টিক মোড়ক ও লেমিনেশন বন্ধ রাখা,
-
ফুলের তোড়ায় প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীকে এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
তথ্যবিবরণীতে আরও জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগেই সচিবালয়ের এই দুই দপ্তরকে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিকমুক্ত ঘোষণা করা হয়েছে।





