সদরঘাটের পাইকারি বাজারে আগুনে আতঙ্ক

রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ৮টা ৫ মিনিটে সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৫৩ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, “খবর পাওয়ার পরই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তার আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে আগুন নেভাতে কাজ করেছেন।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর মুহূর্তেই বাজারের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আশপাশের দোকানদাররা দ্রুত তাদের দোকান থেকে পণ্য সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর এলাকা জুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবাই।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস।