২০২৬ সালের হজে যেতে ইচ্ছুকদের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ শর্ত শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও এবার হজযাত্রী নিবন্ধন করা যাবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে গিয়ে হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর সময় পাসপোর্টের মেয়াদ সঠিকভাবে হালনাগাদ করতে হবে। এ পদক্ষেপ অনুসরণ না করলে হজযাত্রীর ভিসা জারি হবে না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে অংশগ্রহণ করতে পারবেন।





