পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে প্রশ্ন তোলার বা সময় পাওয়া নিয়ে কোনও অবকাশ নেই।
বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পরিস্থিতি একদমই স্থিতিশীল। শুধু অন্তর্বর্তী সরকারই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জানায়নি, সব রাজনৈতিক দলই এখন সেই সময়সূচি অনুযায়ী কার্যক্রম শুরু করেছে। এখানে আর প্রশ্ন তোলার সুযোগ নেই।”
উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি স্বচ্ছ ও ইনক্লুসিভ নির্বাচন করতে চায়। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা হলো জনগণ যাতে অবাধে অংশগ্রহণ করতে পারে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেবে, যাতে কোনো বাধা সৃষ্টি না হয়।”
কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে তা আইনি সিদ্ধান্তের ভিত্তিতে হবে, এবং রাজনৈতিক ওজন অনুযায়ী নির্ধারণ করা হবে। নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে তিনি বলেন, “বিচার কবে হবে তা শুনানি ও সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষের পর বলা সম্ভব। আমাদের ক্যালেন্ডার অনুযায়ী এখন পর্যন্ত কোনো ব্যর্থতা নেই। বিচারের রায় দেড় বছরের মধ্যে আসা সম্ভব, এবং আমরা তাতেই আশাবাদী।”





