হজযাত্রী নিবন্ধনের সময়সীমা পুনরায় বৃদ্ধি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া এই সময় পর্যন্ত সম্পন্ন করার সুযোগ থাকবে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, হজে অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে যুক্ত ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সময়মতো তাদের নিবন্ধন নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে তারা নিশ্চিতভাবে হজে অংশগ্রহণ করতে পারবেন। মন্ত্রণালয় আরও অনুরোধ করেছে, এই সময়ের মধ্যে সবাই যেন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে, যাতে কোনো অসুবিধা বা দেরি না হয়।

উল্লেখযোগ্য, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে, পূর্বে ১২ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিশেষ বিবেচনার ভিত্তিতে এবার তা আরও চারদিন বৃদ্ধি করে ১৬ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত হজে যাওয়া ইচ্ছুকদের সুবিধার্থে নেওয়া হয়েছে, যাতে সকলের নিবন্ধন প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন হয় এবং হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে।

এভাবে সময় বাড়ানোর ফলে সরকার আশা করছে, যেসব হজযাত্রী পূর্বের সময়সীমার মধ্যে নিবন্ধন করতে পারেননি, তারা এবার সহজে নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি, হজ সংক্রান্ত সরকারি ও বেসরকারি সব ধরনের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানও তাদের কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]