কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকানো স্বামী গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানে তাসলিমা আক্তার নামে এক নারীকে হত্যার পর তার মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখা ঘটনায় পলাতক স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, কলাবাগান এলাকার নিজ বাসায় স্ত্রী তাসলিমা আক্তারকে হত্যার পর নজরুল ইসলাম পলাতক ছিলেন। পরে কলাবাগান থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, “ঘটনার পর থেকেই নজরুল গা-ঢাকা দেয়। আমরা তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করি এবং আজ তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম ঘটনার পটভূমি, হত্যার কারণ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানাবেন।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।