বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধি, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছেন। তাদের জোরালো স্লোগানে পুরো শাহবাগ এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং শ্রেণিকক্ষে কোনো শিক্ষক প্রবেশ করবেন না।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে তারা শাহবাগে এসে অবরোধ শুরু করেন। এতে শাহবাগ মোড়ের চারটি দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ট্রাফিক পুলিশের বিকল্প ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। মতিঝিল, গুলিস্তান ও পল্টনের দিক থেকে আসা যানবাহনগুলো মৎস্যভবন হয়ে ইন্টারকন্টিনেন্টালের পেছনের রাস্তা দিয়ে বাংলামোটর ঘুরে যাচ্ছে। ফার্মগেট দিকের গাড়িগুলো ইন্টারকন্টিনেন্টাল ঘুরে পরিবাগ-মগবাজারের দিকে, আর সায়েন্সল্যাব দিকের যানবাহন এলিফ্যান্ট রোড থেকেই ঘুরে যাচ্ছে।
শিক্ষক নেতারা জানান, সরকারের প্রস্তাবিত ভাতা বৃদ্ধি তাদের কাছে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন।
এর আগে সকাল থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। গতকাল বিকেলে ছিল ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি। ওইদিন প্রেস ক্লাবের সামনে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এর পর থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন।





