চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন, সেনা ও নৌবাহিনী নিয়ন্ত্রণে যুক্ত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় অবস্থিত একটি কারখানায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা শুরু করেছে সেনাবাহিনী ও নৌবাহিনী।

আগুনের সূত্রপাত বেলা আড়াইটার দিকে ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। নৌবাহিনীও চারটি ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে।

কারখানাটি মূলত মেডিকেল ব্যবহারের সরঞ্জাম উৎপাদন করত এবং এখানে কয়েকশ শ্রমিক কাজ করতেন। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন জানান, “ইপিজেডের ভেতরে একটি কারখানায় আগুন লেগেছে। এটি মেডিকেল একসেসরিজ উৎপাদনকারী কারখানা। বিস্তারিত পরে জানানো হবে।”

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সাত তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন লেগেছে এবং ১৬টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]