বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রমে সহায়তা হিসেবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে ৫০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া।
সোমবার (২০ অক্টোবর) ইউএনএইচসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংস্থাটি জানায়, এই অর্থ মূলত প্রতিবন্ধী অন্তর্ভুক্তি, সুরক্ষা কার্যক্রম ও রান্নার জন্য এলপিজি সরবরাহ জোরদারে ব্যয় করা হবে। বিশেষ করে প্রতিবন্ধী শরণার্থীদের সহায়তায় অর্থটি ব্যবহার করা হবে-এর মধ্যে থাকবে প্রাথমিক শনাক্তকরণ, পুনর্বাসন, সহায়ক যন্ত্র সরবরাহ, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা, এবং সহজে ব্যবহারযোগ্য গোসলখানা ও শৌচাগার নির্মাণ।
এ ছাড়া, এলপিজি সরবরাহ অব্যাহত থাকায় শরণার্থীরা পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করতে পারছেন, যা নারী ও কিশোরীদের সুরক্ষা ঝুঁকি কমিয়েছে, শিশুদের পড়াশোনার সময় বাড়িয়েছে এবং আশপাশের পরিবেশের ক্ষতি হ্রাসে ভূমিকা রাখছে।
ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের প্রয়োজন ক্রমশ বাড়ছে, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে। এই কঠিন সময়ে দক্ষিণ কোরিয়ার জনগণ ও সরকারের উদার সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। জীবনরক্ষাকারী সহায়তার ঘাটতি পূরণে এটি বড় অবদান রাখবে।”





