লোহাগাড়ায় ১৩ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১৩ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার বাস চালক ও হেলপারসহ আরও একজন।

সোমবার (২০ অক্টোবর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কক্সবাজার জেলার উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের নুর আহ্মেদের ছেলে জসিম উদ্দিন (৩৩), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মৃত আবু শমার ছেলে মো. করিম (৩৪) এবং একই এলাকার মো. শাহীন আলমের ছেলে মহিউদ্দিন (২৫)।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার রেকর্ডসহ গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]