মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির অফিস কক্ষে।

সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। এছাড়া, তারা বাংলাদেশের পুলিশ সংস্কার কার্যক্রম, মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সহায়তা এবং দু’দেশের পুলিশ বিভাগের পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত ভবিষ্যতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাপনার প্রতি আগ্রহ প্রকাশ করেন। আইজিপি বাহারুল আলম বলেন, বিদেশি সংস্থা ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অগ্রাধিকার, এবং এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশ নিবিড় প্রশিক্ষণ ও সর্বাঙ্গীণ প্রস্তুতি গ্রহণ করছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]