সারচার্জ ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) করদাতা ও ব্যবসায়ীদের সুবিধার্থে ট্রেড লাইসেন্স নবায়ন, পৌরকর ও দোকান ভাড়া পরিশোধে বিশেষ সুযোগ ঘোষণা করেছে। ডিএসসিসির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই সুবিধা গ্রহণ করা যাবে।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের চার কিস্তি পৌরকর একসঙ্গে পরিশোধ করলে করদাতারা ১০ শতাংশ রিবেট সুবিধা পাবেন। বকেয়া পরিশোধের ক্ষেত্রেও ২০২৫–২৬ অর্থবছরের হালসনের ওপর রিবেট প্রযোজ্য হবে।

এছাড়া, একই অর্থবছরের জন্য সারচার্জ ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়ন করার সুযোগ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন দোকানসমূহের ভাড়াও সারচার্জ ও জরিমানা ব্যতীত পরিশোধ করা যাবে।

করদাতা ও ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে এই বিশেষ সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছে ডিএসসিসি।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]