রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্মকর্তাদের অগ্রিম গ্রহণকৃত টাকার সমন্বয় বিল দ্রুত দাখিলের নির্দেশ দিয়েছে। সূত্র অনুযায়ী, শুক্রবার (২৪ অক্টোবর) এ বিষয়ে রাজউকের উপপরিচালক (অর্থ) মোহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করেন।
নির্দেশনায় বলা হয়েছে, পূর্বে গ্রহণ করা অগ্রিম বিল সমন্বয় না হওয়া পর্যন্ত নতুন করে কোনো অগ্রিম অর্থ প্রদান করা হবে না। ছয় মাসের বেশি সময় ধরে অসমন্বিত থাকা বিলগুলো অবশ্যই দ্রুত সমন্বয় করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী আর্থিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া কর্মকর্তাদের পরিচালিত উচ্ছেদ অভিযান, মোবাইল কোর্টের জরিমানা আদায়, জ্বালানি বিল এবং গাড়িভাড়াসংক্রান্ত আর্থিক নথিপত্র সমন্বয় বিলের সঙ্গে সংযুক্ত করে হিসাব শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় সংশ্লিষ্টদের দ্রুত আর্থিক হিসাব-নিকাশ সঠিকভাবে সম্পন্ন করার প্রতি জোর দেওয়া হয়।





