বিএমইউ হাসপাতালের নতুন পরিচালক পদে ইরতেকা রহমান

সরকার ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমানকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। এই নিয়োগের মাধ্যমে তাকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (২৬ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে এই তথ্য নিশ্চিত করেছে। ইরতেকা রহমান কর্নেল থেকে সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন।

অন্যদিকে, আগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]