বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা।
বুধবার (১৫ অক্টোবর) সকালে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের বাসভবনে আয়োজিত প্রাতঃরাশ বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার উপস্থিত ছিলেন।
এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেল উপপ্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বপ্রাপ্ত নাভিদ নওরোজ শাহ্।
বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া ও জুলাই সনদ নিয়ে অগ্রগতি বিষয়ক আলোচনা হয়। রাষ্ট্রদূতরা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির প্রস্তুতি ও নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিয়ে জানতে চান।
এছাড়া, আলোচনায় বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।





