নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য বৈঠক

বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে- এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ঢাকাস্থ নরওয়ের রাষ্ট্রদূত হাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন আমিরে জামায়াতের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। এসময় ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে অত্যন্ত জরুরি। তিনি নির্বাচন ব্যবস্থায় আন্তর্জাতিক সহযোগিতা ও কারিগরি সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র, মানবাধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকর ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা খাতে নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]