সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর চরমোনাই) মন্তব্য করেছেন যে, সরকার নির্দিষ্ট কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। শনিবার (২৫ অক্টোবর) দলের মাসিক বৈঠকে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড মানে হলো নির্বাচন পরিচালনায় সম্পৃক্ত কর্মকর্তাদের মানসিকতা এবং কার্যক্রমে নিরপেক্ষতা থাকা। কিন্তু বর্তমান সরকারের কার্যক্রমে এটি পূর্ণভাবে দেখা যাচ্ছে না। বিশেষ করে লন্ডনে একটি দলের সঙ্গে বৈঠক, জাতিসংঘে তিনটি দলের প্রতিনিধিত্ব, এবং সাম্প্রতিকভাবে তিনটি দলের প্রতি বিশেষ গুরুত্ব প্রদানের মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনোভাব প্রভাবিত হচ্ছে।

পীর চরমোনাই উল্লেখ করেন, এ ধরনের আচরণ নির্বাচনের সময় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পক্ষপাতমূলক মনোভাব সৃষ্টি করবে এবং আগামী নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে। তিনি সতর্ক করেন যে, অন্তবর্তী সরকারকে সব দলের প্রতি সমান আচরণ করতে হবে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে বস্তুনিষ্ঠ ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এছাড়া তিনি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার ত্বরান্বিত সমাধান এবং গণভোটের মাধ্যমে তাফসিল কার্যকর করার গুরুত্বও বলেন। একই সঙ্গে গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের অপরাধীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তাও তিনি উল্লেখ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]