না খেলেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

সেপ্টেম্বরে প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৬। এক মাস পর প্রকাশিত অক্টোবরের র‌্যাঙ্কিংয়ে লাল-সবুজের প্রতিনিধিরা এক ধাপ এগিয়ে ১৮৫ নম্বরে অবস্থান করছে। যদিও এই মাসে তাদের কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না।

এর আগে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ভুটানে দুই ম্যাচ খেলেছিল। দুই ম্যাচের একটিতে জয় আরেকটিতে হারে জামাল ভূঁইয়ার দল। যার প্রভাব পড়ে র‌্যাঙ্কিংয়েও। ১৮৪ থেকে দুই ধাপ পিছিয়ে ১৮৬–তে নেমে যায়। বাংলাদেশের মতো সেপ্টেম্বরে দুই ধাপ পেছায় ভুটানও।

বাংলাদেশ অক্টোবর উইন্ডোতে ম্যাচ খেলেনি। এই উইন্ডোতে না খেলেও একধাপ এগিয়েছে তারা। নভেম্বর উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে জাামল-বিশ্বনাথদের দুটি হোম ম্যাচ খেলার কথা রয়েছে। ৯ ডিসেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ড্র। ২০২৫ সালের ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]