মাহমুদউল্লাহর ফিফটিতে লড়াকু সংগ্রহ বরিশালের

খুলনা টাইগার্সের হয়ে বল হাতে ইনিংস ওপেন করেন মেহেদি হাসান মিরাজ। নতুন বলে ইনিংসের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা উইকেট তোলে ফরচুন বরিশালকে বড় ধাক্কা দেন টাইগার্স অধিনায়ক। তবে মাহমুদউল্লাহর ফিফটিতে সেখান থেকে ঘুরে দাঁড়ায় বরিশাল। আর শেষদিকে রিশাদ হোসেনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পেয়েছে ফরচুনরা।

চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান এসেছে মাহমুদউল্লার ব্যাট থেকে।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]