বিসিবি নির্বাচন শুরু: বয়কট-প্রত্যাহার শেষে ভোটের লড়াই জমে উঠেছে

বিভিন্ন নাটকীয়তা, বয়কট ও প্রার্থিতা প্রত্যাহারের পর অবশেষে গন্তব্যে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়া। আজ সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটে অংশ নিতে প্রার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তবে নির্বাচন শুরুর আগের রাতেই ক্যাটাগরি-২ থেকে ফায়াজুর রহমান ভুঁইয়া প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে ক্লাব ক্যাটাগরিতে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। নতুন প্রার্থী হিসেবে যুক্ত হয়েছেন ইফতেখার রহমান মিঠু। এ ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন।

অন্যদিকে বিভাগীয় ক্যাটাগরি থেকে ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিসিবি নির্বাচন ২০২৫: ভোটের সারসংক্ষেপ

মোট ভোটার: ১৫৬ জন

ভোট প্রক্রিয়া:

  • সরাসরি ভোট: ৯৮ জন

  • ই-ব্যালট: ৫৮ জন

ক্যাটাগরি অনুযায়ী ভোট বিভাজন:

  • ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা): মোট ভোট ৩৫, এর মধ্যে ই-ব্যালট ১৯

  • ক্যাটাগরি–২ (ক্লাব): মোট ভোট ৭৬, এর মধ্যে ই-ব্যালট ৩৪

  • ক্যাটাগরি–৩ (বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাবোর্ড ও সার্ভিসেস দল): মোট ভোট ৪৫, এর মধ্যে ই-ব্যালট ৫